গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার রিমন বিশ্বাসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং তার অপসারনের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগি ও এলাকাবাসি। শনিবার সকাল সাড়ে ১০টার সময় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে ভূক্তভোগি ও এলাকাবাসি অংশগ্রহন করে । মানববন্ধন চলাকালে জলিরপাড় ইউনিয়ন ভ’মি অফিসের সহকারী তহশীলদার রিমন বিশ্বাসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে বক্তব্য রাখেন, ভ’ক্তভোগি সালাম ফকির, শুকুর আলী ও মনিমোহন হিরা প্রমুখ । মানববন্ধন শেষে সহকারী তহশীলদার রিমন বিশ্বাসের কুশপুত্তলিকা পোড়ানো হয় । এ বিষয়ে অভিযুক্ত সহকারী তহশীলদার রিমন বিশ্বাস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় । ইহা সম্পুন্ন ভ’য়া ও বানোয়াট ।
Leave a Reply