উদীচী, ছায়ানটসহ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মাদারীপুরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের লেকপাড় শহীদ কানন চত্বরের সামনে এ কর্মসূচি পালন করেন জেলার সাংস্কৃতিক কর্মীরা।
এ সময় সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদী গান ও আবৃত্তির মাধ্যমে সন্ত্রাসীদের প্রতি তীব্র ঘৃনা নিবেদন করেন। এ ছাড়াও সাংস্কৃতি সংগঠন ও গণমাধ্যমের কার্যালয় নিরাপত্তা দিতে অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা অবনিত জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। এ সময় ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া ও লক্ষ্মীপুরে শিশু আয়শাকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানানো হয়।
উদীচী মাদারীপুর কার্যালয়ের সাধারণ সম্পাদক আলাউদ্দিন এলিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উদীচী মাদারীপুর কার্যালয়ের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি সুলতান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মোল্লা, আবৃত্তি সংগঠন মাত্রার সাধারণ সম্পাদক বিএম লিটন, জেলার গণ শিল্পী সংস্থার সভাপতি আজমল হুদা, সুফী সাধক বাউল সংগঠক সাজ্জাদ দেওয়ান ও তানিয়া সরকার, উদীচীর ডাসার উপজেলার সভাপতি শ্রীকান্ত রায়, আবৃত্তি সংগঠন উদ্ভাসের সাংগঠনিক সাংগঠনিক আন্না আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবনী মজুমদার, বন্ধুসভার সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া প্রমুখ।
উদীচীর সভাপতি রেজাউল আমিন বলেন, ‘ছায়ানট, উদীচীতে আগুন লাগানো হয়েছে, তারা আমাদের ৫৭ বছরের দলিল পুড়িয়ে দিয়েছে। উদীচী ছাড়াও জনপ্রিয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে মত শীর্ষ গণমাধ্যমে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধানকে প্রশ্ন করতে চাই, আপনি এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? সরকার কিসের জন্য মব ভালোলেন্স কেন বন্ধ করতে ব্যর্থ? সরকার প্রধান আপনি নিজে ভালো থাকলে চলবে না। জনগণের ভালো রাখতে হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আজ আমরা সম্মিলিত ভাবে প্রতিবাদ করছি। সন্ত্রাসীদের ঘৃণা জানাচ্ছি। সাংস্কৃতিক সংগঠনে হামলা ভাঙচুর করে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’
Leave a Reply