মাদারীপুরে এক ইজিবাইক চালককে মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে। এই ঘটনায় একঘন্টা ওই সার্জেন্টকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে থানা পুলিশ এসে তাকে মুক্ত করে। বুধবার দুপুর ২ টার দিকে শহরের ‘ডিসি ব্রিজ’ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তাইবুর রহমান মাদারীপুর জেলা ট্রাফিক অফিসে সার্জেন্ট হিসেবে কর্মরত। অপরদিকে ইজিবাইক চালক সুবজ মিয়া শহরের সৈয়দারবালী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ডিসি ব্রিজ এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে জেলার ট্রাফিক অফিসের দিকে যাচ্ছিলেন সার্জেন্ট তাইবুর রহমান। এ সময় তার মোটরসাইকেলকে পেছন থেকে একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে রেগে গিয়ে ইজিবাইক চালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে সার্জেন্টের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে ওই সার্জেন্টকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ এসে তাইবুরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার তদন্তর্পূবক দোষির বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। এদিকে রেগে গিয়ে ইজিবাইক চালককে শুধু ধাক্কা দিয়েছেন বলে জানায় সার্জেন্ট। আর এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।
অভিযুক্ত তাইবুর রহমান বলেন, ‘আমি ইজিবাইক চালককে শুধু ধাক্কা দিয়েছি। কোন মারধর করিনি। এলাকার লোকজন আমার উপরে চড়াও হয়। আমাকে মাররতে তেড়ে আসছে। পরে থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করি।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমিসহ থানার অন্য সদস্যরা ঘটনাস্থলে যাই। পরে সার্জেন্টকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। উত্তেজিত জনতা ওই ট্রাফিক পুলিশকে অবরুদ্ধ করে রাখে। মূলত ইজিবাইক চালক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কায় দেয়ায় এমন পরিস্থিতির তৈরি হয়। যদি কারো কোন অভিযোগ থাকে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’
Leave a Reply