গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে মাহি মুন্সী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে, উপজেলার খান্দারপাড় ইউনিয়নের পাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, পাছড়া গ্রামের জুয়েল মুন্সীর ছেলে মাহি মুন্সী, তাদের বসত বাড়ীর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এসময় পিতা জুয়েল মুন্সীসহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুকুরে নেমে খোজাখুজি করে না পেয়ে, মুকসুদপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা, ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিম মাহিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ফায়ার সার্ভিসের গাড়ীতে করে দ্রুত মুকসুদপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মনোষ ভট্টাচার্য তাকে মৃত্যু ঘোষণা করেন।
সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মৃত মাহির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এই সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে৷
মোবাইলঃ ০১৭১২১৬৮৫২২
Leave a Reply