বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপি নেতা এনাম তালুকদারের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগের সংবাদ প্রকাশের পর ওই নেতা এক প্রতিবাদ সভার আয়োজন করেছেন।
শুক্রবার স্থানীয় ও জাতীয় একাধিক প্রত্রিকায় প্রকাশিত গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ শীর্ষক সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এনাম তালুকদার।
শনিবার বিকেলে ভুরঘাটা বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনির মাস্টার। সভায় বক্তারা বলেন, এনাম তালুকদার একজন সৎ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী রাজনীতিক। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
এ সময় বক্তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা সফল হবে না।
প্রতিবাদ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply