বরিশালের গৌরনদীতে আছিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার রাত পৌণে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য আছিয়ার মরদেহ রোববার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত আছিয়া উপজেলার কালনা গ্রামের জামাল আকনের মেয়ে ও কালনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. মুনীম জানান, ওই স্কুলছাত্রীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।
গৌরনদী থানার এসআই মো. ওয়ালীউল্লাহ্ বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত পৌণে ৮টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে স্কুলছাত্রী আছিয়া আক্তারের (১৩) মরদেহ উদ্ধার করি। নিহত ছাত্রীর বাবা জামাল আকন বাদি হয়ে রাতেই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। ময়না তদন্তের জন্য আছিয়ার মরদেহ রোববার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply