বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এবং চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিস্ফোরক, মারামারি ও চুরিসহ মোট সাতটি মামলার, পলাতক আসামি ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার নাঠৈ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাঠৈ গ্রামে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সুলভকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মূলত বিস্ফোরক আইন, মারামারি এবং চুরি সংক্রান্ত একাধিক আইনে মোট সাতটি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, স্থানীয়ভাবে প্রভাবশালী যুবলীগ নেতা হিসেবে পরিচিত সুলভের বিরুদ্ধে পূর্বের আরও একাধিক অভিযোগের তদন্ত চলছে। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, আটক সৈয়দ মেহেদী সুলভ এলাকায় তার রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিভিন্ন ধরনের অভিযোগের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন।
Leave a Reply