মাদারীপুরের কালকিনিতে কলেজের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবারহ নিশ্চিত করতে ফিল্টার বিতরণ করা হয়েছে। কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত’র উদ্যোগে মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে পানির ফিল্টার বসালো কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, ৫২ বছর আগে প্রতিষ্ঠিত হয় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ। কলেজটিতে ১৫টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৩ হাজার। আর ৬৮ জন শিক্ষক ও ২২ জন কর্মচারী কর্মরত। কিন্তু শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় সেবা এখনো সীমিত। বিশেষ করে নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ পানি পেতে ভোগান্তি পোহাতে হয়। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপদ ও বিশুদ্ধ পানি পান নিশ্চিত করতে কলেজ ক্যাস্পাসে পানির ফিল্টার বসানো হয়েছে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ পথচারীরাও সহজে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। এতে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত বলেন, এই কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারেন সেজন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতেও সাধ্যমতো এমন কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply