মাদারীপুরের রাজৈরে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ। ২০ জন আহত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে উপজেলার বড় ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন শিহাব (১৮), রবিউল আলম (৪৬), মোহাম্মদ লিটন (৫০) ও তাঁর স্ত্রী জোসনা (৪০), রেজাউল (২৫), আরিফ (২৫), সাজ্জাদুল (২৩), মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০) ও আছমত (২৮) প্রমুখ। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত আছমত ও আরিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
Leave a Reply