মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম-এর প্রার্থী হিসেবে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের ব্যানারে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন, ড. কাজী আবুল বাসার জামায়াতে ইসলামি মাদারীপুর জেলা শাখার নায়েবে আমির হিসেবে দীর্ঘদন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, নির্যাতন ও জুলুমের শিকার হয়ে একাধিকবার কারাবরণ করেছেন। হাসিনা সরকারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন দীর্ঘদিন। ত্যাগী নেতা হিসেবে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাজী আবুল বাসারকে মনোনয়ন নিতে কেন্দ্রীয় নেতাদের কাছে আহবান জানান বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু কাজী, ২নং প্যানেল চেয়ারম্যান হক সরদার, মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন, হাফিজ মাতুব্বর, মোতালেব হাওলাদার ও আবু তালেব মাতুব্বরসহ অনেকেই।
Leave a Reply