গোপালগঞ্জের মুকসুদপুরে চার মাসের অন্তঃসত্তা গৃহবধূ ইতি বেগমকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬ ও র্যাব-১১।
র্যাবের প্রেস রিলিজে জানানো হয়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে, র্যাব-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মুকসুদপুর থানার ইতি খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত মূল আসামী পলাতক রাসেল শেখকে (৩০) গ্রেফতার করা হয় এবং পরে তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের আসামী রাসেল শেখ এবং নিহত ইতি খাতুনের মধ্যে পারিবারিক কলহের জের ধরে মামলার ১নং আসামী (তার স্বামী) ও অন্যান্য আসামীরা গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ৮টা থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সুপরিকল্পিতভাবে, আসামীদের বসতঘরে ইতি খাতুনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তাবন্দি করেন। এরপর লাশের সঙ্গে ৪টি ইট বেঁধে বাড়ির পূর্বপাশে তাদের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখা হয়।
৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা ভিকটিমের বস্তাবন্দি লাশ পানিতে ভাসতে দেখে মুকসুদপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিমের ভাই মোঃ সেলিম (৩৭) বাদী হয়ে মূল আসামীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply