গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান শেখকে (৪৫) গ্রেফতার করেছে সিন্দিয়া ঘাট ফাড়িঁর পুলিশ। ৬ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে উপজেলার জলিরপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত খলিলুর রহমান শেখ মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত নাসির উদ্দিন শেখের ছেলে
পুলিশ সূত্র জানায়, খলিলুর রহমানে বিরুদ্ধে দেশবিরোধী নাশকতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইন্সপেক্টর মো: মনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, খলিলুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
Leave a Reply