মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম মাচারং গ্রামের দেলোয়ার মাতুব্বরের ছেলে মিনাল হোসেন মাতুব্বরের নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মাদক মামলার বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করে
১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টার সময় ঢাকা- বরিশাল মহাসড়কের টেকেরহাট – রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে স্থানীয় ও ভুক্তভোগি পরিবারের লোকজন অংশগ্রহন করে। লোকা শেখসহ গ্রামের গণ্যমান্য মুরুব্বীরা বলেন, মিনাল হোসেন একজন সৎ ও নীরহ, সে পেশায় একজন ড্রাইভার। বর্তমানে সে মুকসুদপুর উপজেলার জলিড়পাড় ক্যাথলিক মিশনে ড্রাইভিং চাকুরী করেন । আমাদের জানা মতে মাদক ব্যবসা তো দুরের কথা তাকে মাদক দ্রব্য সেবন করতেও গ্রামের কেউ কখনো দেখে নাই। বুঝতে পারলামনা মিনাল কি ভাবে মাদক মামলার আসামী হলো।
মিনাল হোসেন তার বক্তব্যে সাংবাদিকদের বলেন, এলাকায় একটি লোকও যদি উপযুক্ত প্রমান দিতে পারে যে আমি এই সমস্ত মাদক বা কোন অপকর্মের সাথে জড়িত তাহলে আমি নিজে স্বেচ্ছায় প্রশাসনের কাছে ধরা দিব। আমি রাজৈর থানা প্রশাসনের কাছে সদয় প্রার্থনা জানাচ্ছি তারা যেন সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করেন।
Leave a Reply