বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অর্জনকারী গৌরনদীর প্রিয়ন্তীকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের অভিনন্দন। কোটালীপাড়ায় মোবাইলকোর্টে ফুটপাতের ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) উদ্যোগে মাদারীপুরে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পের সংবাদ সম্মেলন গৌরনদীতে সাত মামলার পলাতক আসামী যুবলীগ নেতা গ্রেফতার। কচুরিপানা থেকে মুক্ত হয়ে বিনোদন স্পটে রুপান্তরীত হল কোটালীপাড়া উপজেলা পরিষদের সরকারি পুকুর। কালকিনিতে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ ॥ সমালোচনার ঝর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগ কোটালীপাড়া থেকে পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে ৩ রোভার মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে শিখো-প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ Time View

মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়ার ফলে শিক্ষা জীবনে তোমরা এক ধাপ সফলতার সঙ্গে শেষ করেছো। এখন সময় এসেছে, তোমাদের মেধা, সৃজনশীলতা, সৃষ্টিশীল কর্মের মধ্যে দিয়ে বিশ^কে চ্যালেন্স করে আমাদের দেশকে উপস্থাপন করতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি, শিক্ষা, চিকিৎসা, শিল্প সাহিত্য-সংস্কৃতিসহ সমস্ত জায়গায় তোমাদের দক্ষতা অর্জন করতে হবে। তোমরাই স্বপ্নের সারথি।


আজ শুক্রবার মাদারীপুরে শিখো-প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্টজনেরা এসব কথাগুলো বলেন। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলা থেকে আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সকাল সকাল গুড়িগুড়ি বৃষ্টি মাথায় নিয়ে ৯টা থেকে দলে দলে কৃতী শিক্ষার্থীরা আসতে শুরু করে। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। তাদের কেউ একে অন্যের সঙ্গে ছবি তুলছিল। কেউবা গল্প-আড্ডায় মেতেছিল। নিবন্ধিত শিক্ষার্থীরা ক্রেস্ট ও উপহারসামগ্রী সংগ্রহ করে অনুষ্ঠানে যোগ দেয়। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও অনুষ্ঠান উপভোগ করতে আসেন। তাদেরকে উপহারসামগ্রীসহ একটি করে প্রথম আলো পত্রিকার সঙ্গে দেওয়া হয়। সকাল ১০টা ৭ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।
প্রথম আলো মাদারীপুর বন্ধুসভার সদস্য আলভী নাহিয়ান আবৃত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মজিবুর রহমান, ইউনাইটেড সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহাদেব বর্মন, শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, প্রথম আলোর খুলনা অফিসের প্রতিনিধি উত্তম মন্ডল, সফল উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার মেহেদী হাসান শুভ প্রমুখ। অনুষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শপথ পাঠ করান বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক অখিল সরকার ও অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বন্ধুসভার সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া।


কৃতী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে মাদারীপুর সদরের কুলপদ্বী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শোভা আক্তার ও কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদুল ইসলাম।
মহাদেব বর্মন বলেন, ‘তোমরা মেধাবীরা যারা জিপিএ-৫ পেয়েছো, কিন্তু রেজাল্ট নিয়ে কখনো অহংকার করো না। তোমাদের এই অর্জনের পিছনে সবার প্রথম অবদান তোমাদের মা-বাবার। তারপর শিক্ষকদের। তোমরা সকলের প্রতি সম্মান রাখবে। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়র হতে চায়। কেউ শিক্ষক হতে চায় না। আমি শিক্ষকতা করে সারা বাংলাদেশে লাখো শিক্ষার্থীর মধ্যে বেঁচে আছি। তাই তোমরা ভালো শিক্ষক হওয়ার স্বপ্নও দেখো। ভালো রেজাল্ট মানেই যোগ্যতার পরিচয় নয়। যোগ্য মানুষ হতে হলে সভ্য ও ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি।’

শিক্ষাবিদ মজিবুর রহমান বলেন, ‘আজ তোমরা সংবর্ধনা অনুষ্ঠানে যারা আছো, সবাই একেক জন ফুটন্ত গোলাপ। তোমাদের দায়িত্ব বেড়ে গেলো। তোমাদের মেধা, সৃজনশীলতা, সৃষ্টিশীল কর্মের মধ্যে দিয়ে বিশ^কে চ্যালেন্স করে আমাদের বাংলাদেশকে উপস্থাপন করতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি, শিক্ষা, চিকিৎসা, শিল্প সাহিত্য সংস্কৃতিসহ সমস্ত জায়গায় তোমাদের দক্ষতা অর্জন করতে হবে। তোমরা পারবে। তোমরাই স্বপ্নের সারথি। দেশ ও জাতি তোদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরা এগিয়ে যাও, সেই প্রত্যাশাই আমারা রাখি।’
প্রথম আলোর নানা ইতিবাচক উদ্যোগ তুলে ধরে উত্তম মণ্ডল বলেন, পৃথিবী সবসময় পরিশ্রমী, সৎ এবং স্বপ্নবান মানুষকে জয়ী করে। তোমরা শুধু ভালো নম্বর পাওয়ার জন্য পড়াশোনা করবে না। চেষ্টা করবে ভালো মানুষ হওয়ার, সৃজনশীল হওয়ার, অন্যকে সাহায্য করার। তোমাদের সবসময় বড় স্বপ্ন দেখতে হবে, বড় লক্ষ্য স্থির করতে হবে। এই যুগে আমরা কেউ কোনভাবেই প্রযুক্তিকে এড়িয়ে চলতে পারব না, তবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে তোমাদের আরও সচেতন থাকতে হবে।
আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা। গান গেয়ে শোনান বন্ধুসভার সংস্কৃতিবিষয়ক সম্পাদক বাঁধন খান ও বন্ধুসভার বন্ধু লিয়া। নৃত্য পরিবেশনা করে স্বাপ্নিক নৃত্য বিকাশ।
আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, আকিজ টেলিকম লিমিটেড, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category