বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সমাজকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. সরমিন ইসলাম ডেইজী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি স্লোগানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নবীনদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারেক রহমান আরো একটি স্লোগান দিয়েছেন সেটি হলো-‘ভোট দিবেন ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে। সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজে নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ্যাড. সরমিন ইসলাম ডেইজী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘তোমরা চাইলেই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারো। তোমরা নবীন ভোটার, আবার কেউ সামনে ভোটার হবে। তোমরা খুব ভালভাবে পড়াশোনা করবে, তোমাদের সবার জন্য আমার দোয়া রইল।

কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি ও প্রধান অতিথি এ্যাড. সরমিন ইসলাম ডেইজী চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ফুল ও কলম দিয়ে বরণ করে নেন। নবীন-বরণ অনুষ্ঠানে আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা কৃষকদলের সদস্য সচিব ও কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অহিদুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমাতুন নেছা, পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জেম্স, আজমল হুদা ঢালী, মনির হাওলাদারসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply