গোপালঞ্জের মুকসুদপুরে দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সহিদুলের আঞ্চলিক অফিসে চুরির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সোমবার দুপুরে মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় দক্ষিন জলিরপাড়ে ব্যক্তিগত দৈনিক আজকালের খবর পত্রিকার অফিস রয়েছে৷
থানায় দায়েরকৃত অভিযোগে দেখাযায়, গত ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ৯ টার দিকে অফিস বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাড়িতে যান।
পরদিন ৪ টার দিকে অফিসে আসলে দেখাযায়, এলোমেলোভাবে সব পড়ে আছে।
এছাড়া, অফিসে ব্যবহৃত কম্পিউটার, মনিটর ও ভিডিও ক্যামেরা নেই।
অভিযুক্ত শুকুর আলী চোকদার ওই অফিসে যাতায়াত করতো সে এবং অজ্ঞাত লোকজন এ চুরির সঙ্গে জড়িত রয়েছেন বলেও উল্লেখ্য করেছেন ভুক্তভোগী এ সাংবাদিক।
উল্লেখ্য শুকুর আলী চোকদার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম
এলাকার চুন্নু চোকদারের ছেলে।
প্রতিদিন বিকালে অফিসে এসে বসি ঘটনার দিবাগত রাতে আমি অফিস বন্ধ করে বাড়িতে চলে যাই, পরদিন বিকালে অফিস খুলে দেখি আমার ব্যবহৃত মালামাল চুরি হয়ে গেছে। আমার বিশ্বাস শুকুর আলী চোকদার চুরি করেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এব্যাপারে অভিযুক্ত শুকুর আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, এই ঘটনায় মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply