মাদারীপুরে হত্যা মামলার পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে ঠিকাদার সৈয়দ তুহিন হাসানের (৪৫) লাশ। মৃত্যুর দেড় মাস পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে. মাদারীপুর পৌর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। লাশ উত্তোলনের পর ময়না তদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তুহিন ডাসারের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের বড় ছেলে এবং সে দীর্ঘদিন যাবত মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় বসবাস করে আসছিলেন । তুহিন গত পহেলা আগষ্ট রাত ১০টার সময় শহরের নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় শহর নির্মাণাধীন নির্মানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় রহস্যজনকভাবে মারা যান।
তুহিনের মৃত্যুর শুরুতে স্বাভাবিক বলে প্রচার করা হলেও পরবর্তীতে পরিবারের সন্দেহ ও কিছু আলামতের ভিত্তিতে স্থানীয় থানায় হত্যা মামলা রেকর্ড করে। সেই মামলার ভিত্তিতে আদালতের আদেশে আজ এই লাশ উত্তোলন করা হয।
Leave a Reply