সড়ক দূর্ঘটনায় মাদারীপুরের ডাসারে নাতির চিকিৎসা করাতে গিয়ে মোছা. নাছিমা বেগম-(৬৩) নাকে এক নানির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে চার জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কর্ণপাড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে. উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের নিহত নানি নাছিমা বেগম তার মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের সেলাই কেটে এবং নবজাতক নাতির চিকিৎসা শেষে মাদারীপুর থেকে ইজিবাইক যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারা কর্ণপাড়া নামকস্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাদেরকে ধাক্কা দিেেল ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে করে নবজাতক নাতি বেঁচে গেলেও ঘটনাস্থলেই মারা যায় নানি নাসিমা বেগম। এসময় আহত হয় ইজিবাইকে থাকায় শিশুসহ ৪ জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবজাতকের মা ও নিহতের মেয়ে লাইজু আক্তার বলেন, আমার ও আমার নবজাতক বাচ্চার চিকিৎসা করাতে গিয়ে আমার মায়ের প্রান হাড়াতে হয়েছে। আমি এই শোক কিভাবে সহ্য করবো।
এ ব্যাপারে ডাসার থানার ওমি মো. এহতেশামুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় একজন মারা গেছে।
Leave a Reply