মাদারীপুরের কালকিনিতে মিছিলে নেতৃত্ব দানকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোঃ সাফায়েত ইভান-(১৯) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতা উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং একই উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার রাতে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযোন চালিয়ে পলাতক অবস্থায় ওই ছাত্রলীগ নেতার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিকে গ্রেফতাকৃত ছাত্রলীগ নেতা ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, গ্রেফতাকৃত ছাত্রলীগ নেতা সাফায়েত ইভানের নেতৃত্বে রাতে একটি মিছিল বের করার পরে তিনি পালিয়ে যান। এই ঘটনার পরে অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply