ইতালিতে মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালা (২২) ওরফে অভির খন্ডিত মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। অভির মৃত্যুর খবর পরিবারের কাছে পৌছালে পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। নিহত সাগর বালা অভি রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানায়, আড়াই বছর আগে ধারদেনা করে ভাগ্যের চাকা ঘুরাতে ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় সাগর বালা। গত দুইবছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল সাগর। পরে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খন্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে যুবকের মৃত্যুর খবর আসলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। সাগরের বাড়িতে ভীড় করেন পাড়াপ্রতিবেশি ও আত্মীয়-স্বজনও।
পরিবার জানিয়েছে, ছুরিকাঘাতে সাগরকে হত্যা করা হয়েছে। পরে একটি কালো ব্যাগে তার মরদেহ লুকিয়ে রাখে হত্যাকারী। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এদিকে হত্যাকান্ডের ঘটনার প্রয়োজনীয় তথ্য প্রমান সংগ্রহে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন স্থানে তল্লাসিসহ ইতালিয়ান পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নিহতের বাবা কুমোদ বালা। তিনি আরো জানান, মরদেহের পাশ থেকে তার ছেলের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করে সেখানকার পুলিশ। এ ব্যাপারে রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, ঘটনা শুনেছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে মরদেহ দেশে আনতে সহযোগিতা করা হবে।
Leave a Reply