মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এসময় এক নারী নিহত ও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। শুক্রবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন নিলা (৩০) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের মোঃ আবুল বাসারের স্ত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডের নিকট ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে ডোবায় পড়ে যায়। এসময় ঘটনাস্থলে ইয়াসমিন নিলা (৩০) নামে এক নারী নিহত হয় এবং কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়। রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply