সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিটিভস (এসডিআর)’ এর ১৪২তম শাখা মাদারীপুরে সদর উপজেলায় উদ্বোধন করা হয়। রবিবার (৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর পৌর শহরে শাখার উদ্বোধন করেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামসুল হক।
এসডিআই মানুষের ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচন করার মূল দর্শণ নিয়েই কাজ করছে। এছাড়া শিক্ষা ও সচেতনতা, নারী উন্নয়ন ও সঞ্চয়, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা, কৃষি উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলা, তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধমে বেকারত্ব হ্রাস, উচ্চ শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ নানা সামাজিক কাজ করে আসছে। তারই ধারবাহিকতায় মাদারীপুর সদরে এসডিআইয়ের ১৪২তম শাখার উদ্বোধন করা হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিআয়ের ইডি সেলিনা হক, সিনিয়র ডিরেক্টর জেনারেল নাজনীন হক, সায়েদা শামসি ঐশী, ধামরাই জোনের জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ, মাদারীপুরের ট্রাফিক বিভাগের সার্জন তাইবুর রহমান প্রমুখ।
সভায় সমাজের পিছয়ে পড়া অসহায় নারীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন এসডিআইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক আরিফুল ইসলাম বাচ্চু সরকার। মাদারীপুর ও শরীয়তপুর জেলায় মোট ১২টি শাখার মাধ্যমে এই সংগঠনের কাজ করা হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় বক্ত করেন আয়োজকরা।
Leave a Reply