মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেছে উপজেলা বিএনপি। বুধবার বিকেলে শিবচর উপজেলার উমেতপুর ইউনিয়নরে চান্দেরচর বাজার মাঠে এই জনসভার আয়োজন করা হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-ফ্যাস্টুন হাতে অংশ নেন। স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। যোগ দেন বিভিন্ন বয়সের মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি কামান জামাল মোল্লা বলেন, দেশে দুইটি গণহত্যাকারী দল। একটি আওয়ামী লীগ, অন্যটি জামায়াত। একটি দলেরও এখনো কোন দৃশ্যমান বিচার হয়নি। এই দুটি দলকে আগামী জাতীয় নির্বাচন থেকে বহিস্কার করতে হবে। দেশে কয়েকটি ছোট দল তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সেই দলগুলো হেরে যাওয়ার ভয়ে বার বার পিআর পদ্ধতির কথা বলছে। এটা দেশের জনগন কিছুতেই মেনে নিবে না। গত ১৭ বছর রাজপথে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের জন্য। এটি তত্ত্ববধায়ক সরকারের অধীনেই করার জন্য।
শিবচর উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান মাদবর, শহিদুল ইসলবাকাউল করিম খান, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমসহ অনেকেই।
01711190030 (Ovijeet)
Leave a Reply