মাদারীপুরে বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী চা দোকানি নিহত হয়েছে। এ সময় আরো ২ মাহেন্দ্র যাত্রী আহত হয়েছেন। রোববার সকালে মাদারীপুর সদর উপজেলার শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম মাতুব্বর (৫০) মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে। তিনি মাদারীপুর আদালত চত্বর এলাকায় চা বিক্রি করতেন।
পুলিশ ও স্বজনরা জানায়, রাজৈরের আমগ্রামে একটি অনুষ্ঠানে অংশগ্রহন শেষে থেকে মাহিন্দ্র করে মাদারীপুর শহরের ইটেরপুল আসছিলেন ৬ যাত্রী। মাহিন্দ্র থেকে নামার সময় দ্রুতগামী বাসের ধাক্বায় মাহিন্দ্রের ৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে চা দোকানি শাহ আলম মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
Leave a Reply