বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা আগামীর বাংলাদেশ। এই ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল।’ শুক্রবার সন্ধায় শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হেলেন জেরিন আরো বলেন, ‘আমরা বলতে চাই ইনশাআল্লাহ সুদিন আমাদের জন্য অপেক্ষমাণ শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে অবশ্যই ধানের শীষের প্রতিক বিপুল ভোটে জয়যুক্ত করবে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের মালিক, আমরা বিশ্বাস করি যদি নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হয় বিএনপি টু থার্ড মেজরিটি নিয়ে পার্লামেন্টে সরকার গঠন করবে।’

শকুনি লেকেরপাড়ের সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে একটি র্যালি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ আর হাওলাদার জুট মিলের সামনে গিয়ে শেষ করে এবং সেখানেও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুনসহ ধানের শীষের শ্লোগান দেন।
উভয় সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, যুবদল নেতা ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাসির হোসেনসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply