শরিয়তপুরে একটি ক্লুলেস হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন করছে র্যাব। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থানাধীন হোসনাবাদ থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রিপন মোল্লাকে। এরপর জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে ঘটনার রহস্য। গ্রেফতার রিপন মোল্লা শরিয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিন ডাম্যুডা গ্রামের মৃত সোনাই মোল্লার ছেলে।
শনিবার দুপুরে র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গত ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে শরিয়তপুর শহরের রূপনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নামজা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হয় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ সময় ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পালং থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। তথ্য প্রযুক্তির সহায়তা প্রথমে একই বাসার ভাড়াটিয়া বিল্লাল হোসেনকে আটক করে র্যাব। পরে বেল্লালের দেয়া তথ্যের ভিক্তিতে ঘটনার মূল অভিযুক্ত রিপন মোল্লাকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থানাধীন হোসনাবাদ থেকে গ্রেফতার করে র্যাব। এ সময় উদ্ধার করা হয় ঘর থেকে লুট হওয়া একজোড়া স্বর্ণের বালা, নগদ ৭৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন। পরে আইনী প্রক্রিয়া শেষে পরে তাকে শরিয়তপুরের পালং থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব আরো জানায়, নাজমা বেগমের সঙ্গে তিন বছর আগে স্বামী বাশার কাজীর বিবাহবিচ্ছেদ হয়। দুই বছর ধরে তিনি ছেলে নিবর কাজীকে নিয়ে শরিয়তপুর শহরের রূপনগর এলাকার বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন নাজমা। ছেলে নিরব শহরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ঘটনার দিন সকালে বিদ্যালয়ে যায় নিবর। পরে বাসায় ফিরে আসলে ঘরের দরজা খোলা ও খাটের ওপর গলায় ওড়না পেঁচানো তার মায়ের লাশ দেখে চিৎকারে দেয়। পরে প্রতিবেশিনা ছুটে আসেন। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরিয়তপুর ১০০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই নারীর বসতঘর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করার জন্য পরিকল্পিতভাবে তাকে শ^াসরোধে হত্যা করা হয়। নিহতের ছেলে নিরব কাজী সকালে বিদ্যালয়ে যাওয়ার পরের সময়কে বেঁছে নেয় হত্যাকারীরা। এই ঘটনায় জড়িত বাকি একজনকে ধরতে কাজ করছে র্যাব।
Leave a Reply