পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে যাত্রা শুরু করেছেন গোপালগঞ্জের রোভার এর অন্তর্ভুক্ত কোটালিপাড়া আদর্শ সরকারি কলেজ ৩ রোভার (২৭ অক্টোবর)সোমবার সকাল ৬.৩০ মিনিটে কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে পরিভ্রমণ শুরু করেন স্কাউট গ্রুপের রোভার মোঃ সজল হাওলাদার,প্রভাষ হালদার ও হানজালা মোল্লা তারা মোট ৫ দিনে পায়ে হেঁটে কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র,পটুয়াখালী গিয়ে শেষ করবে। পরিভ্রমণ কালে তারা বিভিন্ন গ্রাম, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম করবে। এছাড়াও বিভিন্ন অঞ্চলের আর্থ সামাজিক অবস্থা, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।যাত্রাপথে তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত, উর্ধতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে।
যাত্রাকালে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো.এনায়েত বারী, কোটালীপাড়া আদর্শ সরকারি আদর্শ কলেজ শাখার রোভার স্কাউট গ্রুপের সভাপতি তুষার সেন, দর্শন বিভাগের অধ্যাপক,সমেন মজুমদার,পলি খানম,প্রিন্স আহমেদ, প্রভাষক, জুবাইর,প্রভাষক তোফায়েল, অধ্যাপক
মো:অমিত হাসান, সভাপতি, অনিক কুমার সাহা উপস্থিত ছিলেন। পরিভ্রমণ যাত্রা সম্পর্কে অধ্যক্ষ এনায়েত বারি বলেন, রোভার স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড পি.আর.এস অর্জনের লক্ষে পারদর্শিতা ব্যাজের মধ্যে পরিভ্রমণ ব্যাজ অনান্ন ব্যাজ অর্জনের জন্য আজ ৩ জন রোভার ও ৪ জন গার্ল-ইন রোভার এবং ১ জন ম্যাম আজ যাত্র শুরু করেছেন। আশাকরি তাদের এ কার্যক্রোমটি একজন সুনাগিরক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে।
Leave a Reply