নিরাপদ অভিবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) নিরাপদ অভিবাসন ও সম্ভাব্য অভিবাসীদের জন্য আইওএম-র ‘সিনেমা আঙিনা’ প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ‘রাইট যশোর’ নামে একটি সংগঠন মাদারীপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলন আইওএম এর কর্মকর্তারা জানান, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য অভিবাসীদের ক্ষমতায়নে ‘সিনেমা আঙ্গিনা’ নামে একটি প্রকল্প বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এই প্রকল্পটি নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানব পাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে। ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইওএম বাংলাদেশে এবছর থেকে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে অক্টোবর মাসের শুরু থেকে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় সিনেমা আঙ্গিনা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পের অন্যতম কার্যক্রম হলো ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী। যার মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণকে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জানানো ও নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য দিয়ে তাদের মানসিক দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরি ও নিরাপদ অভিবাসনের বিষয়ে নিখুঁদ ধারণা প্রদান করা। এ ছাড়াও প্রকল্পের মাধ্যমে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানবপাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ^াস, আইওএম প্রতিনিধি ও সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, রাইটস যশোরের প্রোগাম পরিচালক প্রদীপ দত্ত, উপপরিচালক এস.এম আজাহারুল ইসলাম, কো-অর্ডিনেটর হারুনার রশীদ, জেলা ব্যবস্থাপক মোকলেসুর রহমান পিন্টু, সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, দৈনিক জনকণ্ঠের মাদারীপুর প্রতিনিধি সুবল বিশ্বাস প্রমুখ।
Leave a Reply