বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) উদ্যোগে মাদারীপুরে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পের সংবাদ সম্মেলন গৌরনদীতে সাত মামলার পলাতক আসামী যুবলীগ নেতা গ্রেফতার। কচুরিপানা থেকে মুক্ত হয়ে বিনোদন স্পটে রুপান্তরীত হল কোটালীপাড়া উপজেলা পরিষদের সরকারি পুকুর। কালকিনিতে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ ॥ সমালোচনার ঝর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগ কোটালীপাড়া থেকে পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে ৩ রোভার মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে বিয়ের নামে প্রতারণা ॥ প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) উদ্যোগে মাদারীপুরে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পের সংবাদ সম্মেলন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১ Time View

নিরাপদ অভিবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) নিরাপদ অভিবাসন ও সম্ভাব্য অভিবাসীদের জন্য আইওএম-র ‘সিনেমা আঙিনা’ প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ‘রাইট যশোর’ নামে একটি সংগঠন মাদারীপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলন আইওএম এর কর্মকর্তারা জানান, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য অভিবাসীদের ক্ষমতায়নে ‘সিনেমা আঙ্গিনা’ নামে একটি প্রকল্প বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এই প্রকল্পটি নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানব পাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে। ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইওএম বাংলাদেশে এবছর থেকে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে অক্টোবর মাসের শুরু থেকে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় সিনেমা আঙ্গিনা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পের অন্যতম কার্যক্রম হলো ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী। যার মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণকে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জানানো ও নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য দিয়ে তাদের মানসিক দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরি ও নিরাপদ অভিবাসনের বিষয়ে নিখুঁদ ধারণা প্রদান করা। এ ছাড়াও প্রকল্পের মাধ্যমে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানবপাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ^াস, আইওএম প্রতিনিধি ও সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, রাইটস যশোরের প্রোগাম পরিচালক প্রদীপ দত্ত, উপপরিচালক এস.এম আজাহারুল ইসলাম, কো-অর্ডিনেটর হারুনার রশীদ, জেলা ব্যবস্থাপক মোকলেসুর রহমান পিন্টু, সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, দৈনিক জনকণ্ঠের মাদারীপুর প্রতিনিধি সুবল বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category