গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ফুটপাতের উপড় থাকা ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে মোবাইলকোর্ট। (২৯অক্টোবর) বুধবার সকালে উপজেলার প্রধান বাজার ঘাঘরে এ অভিযান পরিচালনা করে মোবাইলকোর্ট। এসময় মহুয়ার মোড় থেকে বাজারে প্রবেশের প্রধান সড়কের দুই পাশের ফুটপাতে থাকা ভাসমান দোকানপাট অপসারণ করেন মোবাইলকোর্টের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।উচ্ছেদ অভিযানে পৌরসভার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগেরদিন মাইকিং করে ফুটপাতের উপরে গড়ে ওঠা ভাসমান দোকানপাট সড়িয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়। অভিযান শেষে মোবাইলকোর্টের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, ফুটপাতের উপরে থাকা ভাসমান দোকানপাট অপসারণে গতকাল মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অপসারণ করা হল। পরবর্তীতে কেউ ফুটপাত দলখ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তাদেরকে জেল জরিমানার আওতায় আনা হবে।
Leave a Reply