গোপালগঞ্জের মুকসুদপুরে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াকান্দী হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে “সোনালী অতীত প্রজন্ম” ৯০ এর সৌজন্যে এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ননীক্ষীর উচ্চ বিদ্যালয়, কালীনগর উচ্চ বিদ্যালয়, বহুগ্রাম প্রতাপ চন্দ্র উচ্চ বিদ্যালয়, জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়, বি ইউ কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, খান্দারপাড়া ইউনিয়ন ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়, হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মোট আটটি স্কুল অংশ গ্রহণ করে।
এতে ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করে হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং কালিনগর উচ্চ বিদ্যালয়।
ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল “সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারেই কিশোর কিশোরীর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ ” এর পক্ষে অবস্থান নেন হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা এবং বিপক্ষে অবস্থান নেন কালিনগর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অবস্থানকারী হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। সেরা বিতার্কিক বক্তা হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন কালীনগর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক তারক বর।
সোনালী অতীত প্রজন্ম ৯০ এর সদস্য গোলাম আহসান স্বপনের সভাপতিত্বে এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী অতীত প্রজন্ম ৯০ এর সদস্য উপজেলা নিবার্চন কমিশনার জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষিকা মোরশেদা খান লিমা, সোনালী অতীত প্রজন্ম ৯০ এর অর্থ উপদেষ্টা মনজুরুল ইসলাম খোকন, সদস্য আনিসুর রহমান, সদস্য মোস্তফা কাওছার রাজু প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সোনালী অতীত প্রজন্ম ৯০ এর সদস্য নজরুল ইসলাম।
Leave a Reply