মাদারীপুরে ২০ পিচ ইয়াবাসহ মো.সোবাহান মোল্লা (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার সোবাহান পাশ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের আসাদ মোল্লার ছেলে।
এর আগে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের ইসরাফিল খানের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীদের সাথে মাদকের কারবার করে আসছিল কিশোর সোবহান। রোববার গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে সোবাহানকে গ্রেপ্তার করে রাজৈর থানার পুলিশ। এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে রোববার বিকেলে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসব কিশোররাই বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তান্ডব চালিয়ে থাকে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply