মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে গণ-মিছিল ও সমাবেশ করেছে তার সনাতন ধর্মাবলম্বী সমর্থক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩ টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারে শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেবাশ্রমের প্রধান সড়কে গণ-মিছিল বের করে হেলেন জেরিনের হিন্দু ধর্মাবলম্বী সমর্থকেরা। এসময় হেলেন জেরিনের ওপর সকল ধর্মের মানুষের আস্থা আছে ও হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ বলে দাবি করেন এবং বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হেলেন জেরিন খান কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, মৎসজীবী দলের সভাপতি মোহাম্মদ সায়েম বেপারী, কৃষক দলের যুগ্ম আহবায়ক সুমন মাতুব্বর, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমা মিনু ও প্রচার সম্পাদক খালেদা ইসলামসহ অনেকেই। এছাড়াও সনাতন ধর্মাবলম্বী শত শত সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এসময় মাদারীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ এবং স্বাধীনতা পরবর্তী সময় ২০২৫ সালে দেশের উন্নয়নে হিন্দু-মুসলিম সহ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। আগামীতেও করে যাবো। গত ১৭ বছর আওয়ামীলীগ কদমবাড়ির হিন্দুদের প্রতিটি ঘরে ঘরে দ্বন্দ্বের সৃষ্টি করেছে। কিন্তু গত দেড় বছরে কোন ঝামেলা হয় নাই। এশিয়া মহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী কদমবাড়ির বৃহত্তর গণেশ পাগল সেবাশ্রমের জায়গাও দখলমুক্ত করেছিল বিএনপি। তাই মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানকে মনোনয়ন দিলে আপনাদের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয়, তাহলে মায়ের গর্ভে যেমন সন্তান নিরাপদ থাকে ঠিক তেমনি বিএনপির কাছে আপনারাও নিরাপদ থাকবেন।
মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু বলেন, হেলেন জেরিন খান সারা জীবন মানুষের পাশে থেকে সহযোগিতা করে গেছেন। তার কোন অভাব নাই। তিনি এমন একটি মহিলা যে, সব সময় প্রতিটি মূহুর্তে হাসি মুখে মা-বোনদের বুকে টেনে নেন। এমন একজন এমপিই সবাই চায়। তাই তিনি মনোনয়ন নিয়ে আসলে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে সকলের পাশে থাকার সুযোগ করে দিবেন।
Leave a Reply