বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) উদ্যোগে মাদারীপুরে ‘সিনেমা আঙ্গিনা’ প্রকল্পের সংবাদ সম্মেলন গৌরনদীতে সাত মামলার পলাতক আসামী যুবলীগ নেতা গ্রেফতার। কচুরিপানা থেকে মুক্ত হয়ে বিনোদন স্পটে রুপান্তরীত হল কোটালীপাড়া উপজেলা পরিষদের সরকারি পুকুর। কালকিনিতে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ ॥ সমালোচনার ঝর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগ কোটালীপাড়া থেকে পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে ৩ রোভার মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে বিয়ের নামে প্রতারণা ॥ প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম এ কথা বলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত দেশব্যাপী প্রায় এক হাজার ৬০০ বিক্ষোভ ও আন্দোলনের ঘটনা ঘটেছে, যা গড়ে প্রতিদিন চারটির সমান। এর মধ্যে প্রায় ৬০০টি ছিল শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ দমন-পীড়নের পর জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা গণতান্ত্রিক পরিবেশে নানা দাবি-দাওয়ার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করছে।

জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অধিকাংশ ক্ষেত্রে সমঝোতা হয়েছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ধৈর্য ও পরিপক্বতার পরিচয় দিয়েছে। তারা নির্ধারিত সময়ে জুলাই সনদ চূড়ান্ত করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজবাড়ীর নুরাল পাগলার মাজারে হামলার ঘটনার বিষয়ে শফিকুল আলম জানান, এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন  ও আইনশৃঙ্খলা বাহিনীর কোন গাফিলতি ছিল না। স্থানীয় প্রশাসন আগেভাগেই ‘ঈমান ও আকিদা রক্ষা কমিটি’র সঙ্গে একাধিক বৈঠক করে এবং তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দেওয়া হয়। কিন্তু পরে তারা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

তিনি বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।

শফিকুল আলম আরও জানান, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগেভাগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, সরকার শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সহনশীল। তবে বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহকসেবা ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category