১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।
দুপুরের পর খন্ড খন্ড মিছিল নিয়ে শিবচর উপজেলা সড়ক ৭১-এর জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় বক্তারা বলেন, লকডাউন কর্মসূচির নামে কোন নাশকতা করা হলে শক্ত হাতে তা দমন করবে বিএনপির কর্মী-সমর্থকরা। সবাইকে রাজপথে থাকার আহবানও জানান তারা।

শিবচর উপজেলা বিএনপির সদস্য কামান জামাল নুরুউদ্দিন মোল্লার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপি আহবায়ক শাহাদাত হোসেন খান, পৌর বিএনপি সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, শিবচর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শাহজাহান খান সাজু মোল্লা, শিবচর উপজেলা যুবদলের সভাপতি জসিম মৃধাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
Leave a Reply