মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা বাজারে কুমার নদে শেখ লিটন সেবা ফাউন্ডেশন এর সহযোগিতায় ফুলতলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার বিকালে
বিশাল এক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাতার প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন – সবুজ, দ্বিতীয় স্থান অধিকার করে সোহান,
তৃতীয় স্থান অধিকার করে আকাশ, চতুর্থ স্থান অধিকার করেন আসিফ,পঞ্চম স্থান অধিকার করেন সবুজ।
প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারীকে মোবাইল পুরস্কার দেওয়া হয় এবং তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারকারী কে বিগ কাপ দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, শেখ লিটন সেবা ফাউন্ডেশন এর পরিচালক ও দুবাই প্রবাসী শেখ লিটন এর পিতা আক্কাস আলী শেখ, ফুলতলা যুব একতা পরিষদের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল তালুকদারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন
কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান তার বক্তব্য বলেন ফুলতলা যুব ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান এরই সাথে ধন্যবাদ জানান শেখ লিটন শেবা ফাউন্ডেশন পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটনকে।
ফুলতলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা ২০২৫ সম্পূর্ণ হয় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শেখ লিটন সেবা ফাউন্ডেশন এর পরিচালক, দুবাই প্রবাসী শেখ লিটন।
তিনি আরও জানিয়েছেন যে পাইকপাড়া ইউনিয়ন নয় রাজৈর উপজেলা যেখানেই সামাজিক, ধর্মীয় সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে তিনি চেষ্টা করবেন সকল জায়গায় অংশগ্রহণ করার জন্য।
তিনি আরো জানান আজকের যুবক আগামী দিনের কর্ণধর।
যুবকদের পাশে সব সময় ছিলেন আছেন থাকবেন।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অন্তরঙ্গ পরিবেশে সাঁতার প্রতিযোগিতা সমাপ্ত হয়।
Leave a Reply